UiiSii Bat T8 S (triple driver) User Review:


১১১ ডিবি সাউন্ড লাউডন্যাস উইথ হার্ট থাম্পিং বেইজ অ্যান্ড হাই ক্লারিটি। মাথা নষ্ট করা ইয়ারফোন
উইসি এর ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। তারপরেও যারা জানেন তা তাদের জন্যে।
উইসি একটি চাইনিজ ব্র্যান্ড যেটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সময়ে স্বল্পমূল্যে হাই কোয়ালিটির ইয়ারফোন তৈরি করে তারা সুনাম কুড়াতে সক্ষম হয়। তাদের টোটাল ৭টি ইয়ারফোন সিরিজ রয়েছে যথাক্রমে সি, এফ, এইচ এম, ইউ এস, বিএ, জিটি এবং এইচ আই। উইসি বি এ টি ৮ এস তাদের ডুয়াল ডায়নামিক ড্রাইভার সিরিজের অন্তর্ভুক্ত। এই সিরিজের অন্যতম বৈশিষ্ট হল কোয়ালিটি সাউন্ড উইথ হার্ট থাম্পিং বেইজ। কিন্তু টি ৮ এস ট্রিপল ড্রাইভার। টি ৮ এর ডুয়াল ড্রাইভার এর সাথে একটি ব্যালান্সড আরমেচার অ্যাড করে দেয়া হয়েছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
আনবক্সিং
উইসি এর আনবক্সিং এক্সপেরিয়েন্স বাজেট ইয়ারফোনের মধ্যে বেস্ট এটা আমরা সবাই জানি। কিন্তু টি ৮ এস এর আনবক্সিং আপনাকে টোটালি শকড করে দিবে। বক্সটি বিশাল। টি ৮ এর দিগুন বড়। অনেকেই বলেন যে ফার্স্ট ইম্প্রেশন ইজ ভেরি ইম্পরট্যান্ট। বক্সটি অনেকটা বই এর মত ওপেন হয়। প্রথমে থ্যাঙ্ক ইউ লিখা পেপার পাবেন। এরপরের পার্ট টি খুললে দেখতে পাবেন উপরে ইয়ারফোন, নিচে বাম সাইডে একটি প্রিমিয়াম হার্ড পাউচ, এবং ডানে টোটাল ৬ পিস ইয়ার বাডস পাবেন। এর মধ্যে ৩টি বুলেট শেইপড এবং ৩টি বউল শেইপড। ইয়ারফোনটি প্লাস্টিক এবং ফোমের মধ্যে মোড়ানো। প্রতিটি কম্পারট্মেন্ট ফোম দিয়ে প্রটেক্ট করা। আমি ৩০০০ টাকা বাজেটে এমন আনবক্সিং আশা করিনি। ফিলটা অনেকটা ২০০০০ টাকা দামের বিটস সলো আনবক্সিং করার মত।
ইয়ারফোনটি খুবই হালকা। উইসি তাদের ওয়েবসাইটে ক্লেইম করেছে যে তারা দীর্ঘ ৯ মাস ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই ইয়ারফোনটির ডিজাইন করে। টু বি হনেস্ট প্লাস্টিকি বিল্ড হলেও ইয়ারফোনটির কোয়ালিটি টপ নচ। এর ট্রান্সপারেন্ট বডির ভেতর দিয়ে ডুয়াল ড্রাইভার দেখা যায় যা অনেক আকর্ষণীয়। এর ব্যালেন্সড আরমেচারটি ইয়ার ক্যানেল এর মধ্যে লুকানো। পিছনে ২টি গোল্ড কালার রিং রয়েছে যা একে এলিগেন্ট একটি লুক দিয়েছে। পিছের ২টু রিং এর মাঝে এয়ার ভেন্ট রয়েছে যেটি অপারেশন চলাকালে ড্রাইভার গুলোর ব্রিদিং এ সাহায্য করে। ইয়ারফোনটিতে রাবার প্যাড রয়েছে যাতে করে এটি অনেক নাড়াচাড়াতেও কান থেকে খুলে না পরে। আমি এটি কানে দিয়ে সাক্লিং ও করেছি কোন প্রকার অসুবিধা ছাড়াই। ইয়ারফোনটির আপার পরশন এর ক্যাবল কিছুটা চিকন হলেও টেকশই মনে হয়েছে আমার কাছে। একটি ৩ বাটন ইন লাইন কন্ট্রোলার পাবেন যেটি বথ আই ও এস এবং অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। নিচের পরশন এর ক্যাবল যথেষ্ট মজবুত এবং ৩.৫ মিমি জ্যাকটি গোল্ড প্লেটেড এবং ৪৫ ডিগ্রি এঙ্গেল্ড। প্রতিটি পরশনে আপনি উইসি এর লোগো পাবেন ইয়ারবাড হোক অথবা ৩.৫ মিমি জ্যাক হোক। উইসি যে ডিটেইলসের ব্যাপারে অনেক কেয়ার করে সেটি তাদের ইয়ারফোন দেখলেই বোঝা যায়।
স্পেসিফিকেশন
টাইপঃ ইন ইয়ার
ক্যাবল লেংথঃ ১.২ মিটার
ফ্রিকোয়েন্সি রেসপন্সঃ ২০ হার্টস-২০,০০০ কিলোহার্টস
ড্রাইভারঃ ৬ মিমি, ডুয়াল ডায়নামিক ড্রাইভার, সিঙ্গেল ব্যালেন্সড আরমেচার ড্রাইভার।
ইম্পিডেন্সঃ ১৮ ওহম।
ম্যাটারিয়ালঃ প্লাস্টিক এন্ড রাবারাইজড ইয়ারফোন বডি, কেভ্লার ক্যাবল, প্লাস্টিক এন্ড রাবার ইন লাইন কন্ট্রোলার।
সেনসিটিভিটিঃ ১০৮±৩ ডিবি
প্লাগ টাইপঃ ৩.৫ মিমি জ্যাক
টেস্টিং ডিভাইস
শাউমি এম আই ৫ এস, ওয়ালটন এক্স ফোর প্রো, শাইউমি এম আই ৫এক্স/ এ ১।
পাওয়ারঅ্যাম্প প্লেয়ার উইথ ২৪বিট ডেক
ফাইও এক্স ওয়ান হাই রেজুলিউশন অডিউ প্লেয়ার
ফাইও এ ওয়ান হেডফোন অ্যামপ্লিফায়ার
অডিওঃ ৩২০ কেবিপিএস এমপিথ্রি, ২০০০-৩০০০ কেবিপিএস ফ্লাক ফরমেট উইথ ২৪ বিট ৯৬ কিলোহার্টজ অডিও।
সাউন্ড
আমার ট ৮ এর রিভিউ থেকে আপনাড়া ইতিমধ্যে জেনে গেছেন যে টি ৮ ব্যাস মনস্টার। টি ৮ এস এর ব্যাতিক্রম নয়। এতে আপনি বোনাস হিসেবে যা পাবেন তা হল ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার হাই।
টি ৮ এর মত এর ব্যাস ও হার্ট থাম্পিং। বিট হোক আর সাব বেস হোক এক কথায় জাস্ট অ্যামেইজিং। প্রতিটি বিট আপনার মাথায় হাতুড়ির বাড়ীর মত বিধবে। আমি আগেই একটি কথা বলে নেই এই ইয়ারফোনটি সাধারন ৯০% ইউজার এর মন জয় করতে পারবে। আর ১০% হল জেনুইন অডিউফাইলার। এর সাউন্ড কিছুটা আনন্যাচারাল। আমাকে ভুল বুঝবেন না। এটি এত সুন্দর করে টিউন করা যে আপনি ব্যাপারটা টোটালি ভুলে যাবেন। এটিকে আমি ফান ফ্যাক্টর বলি। ইয়ারফোনে মিউজিক আপনি কেমন উপভোগ করছেন তা আমি ফান ফ্যাক্টর রেটিং দিয়ে বুঝিয়ে থাকি। ফান ফ্যাক্টরে আমি একে ১০ এ ১০ দিব। এ বেপারে রেটিং সেকশনে লক্ষ্য করুন।
ব্যালেন্সড আরমেচার থাকার কারনে এর হাই অনেক ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার। তবে তা কখনোই জি এস ফাইভ বা জি এস সিক্স এর মত ব্রাইট না জেটা আপনার মিউজিক উপভোগে বাধা তৈরি করতে পারবে। আমি পারসোনালি জি এস ৫, জি এস ৬ ব্যাবহার করি। কিন্তু টি ৮ এস এর সাউন্ড কোয়ালিটি জাস্ট এক কথায় অস্থির। আপনি মেটাল পছন্দ করেন? এর ডিপ বেস এবং গিটার এর টোনগুলো আপনার কানে সুন্দর ভাবে বিধবে। সাথে ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল রয়েছে যারা পপ পছন্দ করেন। আমি অনেক জেনার এর মিউজিক টেস্ট করেছি এই রিভিউটি দেয়ার আগে। আমি লো বাজেটে খুব কম ইয়ারফোন ই দেখেছি যেটি প্রত্যেক জেনার এর জন্যে কিছু না কিছু অফার করতে। টি ৮ এস তেমন একটি ইয়ারফোন, আপনি যেই জেনার এর গান শোনেন না কেন আপনাকে স্যাটিস্ফায়েড করতে সক্ষম। এর হার্ট থাম্পিং বেইজ কখনোই মিড বা হাই তে লিক হবে না। তাই আপনি লো, মিড এবং হাই এর ডিটেইলস লস করবেন না। এবং এর সব কিছুই ইকিউ অ্যাডজাস্ট ছাড়াই উপভোগ করতে পারবেন।
আপনাদের অবগতির জন্যে বলে রাখি এই ইয়ারফোনটি ১১১ ডিবি এর। সো বুঝতেই পারছেন এটি কতটা লাউড।
আর যারা ইকিউ ব্যাবহার করেন তারা চাইলে এর বেস বাড়াতে বা কমাতে পারবেন এবং সাউন্ড আপনার মনের মত টিউন করে নিতে পারবেন। ইয়ারফোনটি ইকুই এর সাথে খুব ভাল ভাবে মানিয়ে নিতে পারে। অবশ্যই আপনি সঠিক ইয়ারবাডস ব্যাবহার করবেন যেহেতু এটি একটি ইন ইয়ার ইয়ারফোন। শুধুমাত্র তখনই আপনি এর পরিপূর্ণ সাউন্ড উপভোগ করতে পারবেন।
আমি আগেই বলেছি জেনুইন অডিউফাইলারদের জন্যে এই ইয়ারফোনটি নয়। এর সাউন্ডস্টেজ কিছুটা ওয়ার্ম। তবে পুরোপুরি ভি শেইপড নয়।
ম্যানুয়ালে বারনিং এর ব্যাপারে ডিটেলস বলা আছে। যারা এর প্রপার সাউন্ড উপভোগ করতে চান তারা দয়ে করে সঠিকভাবে বারনিং করে নিবেন।
কমফোট লেভেল
আমার ব্যাবহার করা সবচেয়ে কমফরট ইয়ারফোন গুলোর মধ্যে একটি। ইয়ারফোনটির ডিজাইন খুবই ইগোরনমিক। লং টাইম লিসেনিং এর জন্যে এটি পারফেক্ট একটি ইয়ারফোন। এটি কানে দিয়ে আপনি এক সাইডে কাত হয়ে শুয়ে থাকতে পারবেন। যাদের জিএস৫ বা জিএস৬ তাইপ ইয়ারফোনে এলারজি আছে তারা নিশ্চিন্তে এটি নিতে পারেন।
পয়েন্ট চার্ট
আউট অফ ১০
আনবক্সিং এক্সপেরিএন্সঃ ৯.৫
বিল্ড কোয়ালিটিঃ ৭.৫
ব্যাসঃ.৯
সাব ব্যাসঃ.৯
মিডঃ ৯
হাইঃ ৮.৫
ওয়ার্মথঃ ৮.৫
রেসপন্স টু ইকিউঃ ৯
কমফোরট লেভেলঃ ১০
ক্লারিটিঃ ৮.৫
সাউন্ডস্টেজঃ ৮
ফান ফ্যাক্টরঃ ১০
সাউন্ড আইসোলেশনঃ ৮.৫
ভ্যালু ফর মানিঃ ৯.০
ওভারঅল রেটিংঃ ৮.৫
প্রোস
হার্ট থাম্পিং বেইজ এবং সাব বেইজ
লিক ছাড়া মিড এবং হাই
ক্লারিটি ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দিস প্রাইস সেগমেন্ট
সাউন্ড আইসোলেশন ওয়ান অফ দি বেস্ট
ওয়ার্ম সাউন্ডস্টেজ
গরজিয়াস লুকিং অ্যান্ড কম্ফোরট লেভেল ভেরি হাই।
ম্যাক্সিমাম ১১১ ডিবি সাউন্ড সেন্সিটিভিটি।
কন্স
আপার পরশনের ক্যাবল কিছুটা চিকন
প্লাস্টিকি বিল্ড অনেকে পছন্দ নাও করতে পারেন
টারগেটেড অডিয়েন্স এবং ভারডিক্ট
যারা ৩০০০ টাকা বাজেটে এক্সট্রিম লেভেল এর কিছু খুজছেন তাদের জন্যে উইসি বি এ ট৮ এস পারফেক্ট চয়েজ। এর মাথা নষ্ট করা বেইজ এর সাথে প্রপার মিড এবং পারফেক্ট হাই একে অন্যরকম মাত্রা দিয়েছে। আসলে এর কোন কন্স আমি পাইনি। ইয়ারফোনটি ৩ মাস ব্যাবহার করার পর আমি রিভিউটি দিয়েছি। আমি মনে করে ৩ মাস অনেক সময় রিভিউ দেয়ার জন্যে। শুধু একটি কথা বলতে পারি ইয়ারফোনটি কিনে আপনি রিগ্রেট করবেন না। জিএমবিডি কে অসংখ্য ধন্যবাদ আমাদের মত বাজেট অডিউফাইলারদের জন্যে এমন একটি ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে আনার জন্যে। আমার পারসোনাল অপিনিয়ন যদি আস্ক করেন আমি উইসি এর প্রোডাক্ট কে বাজারের অন্যান্য এন্ট্রি লেভেল এর ইয়ারফোন থেকে এগিয়ে রাখব। আর যাদের জি এস ৬ এর ব্রাইট হাই অথবা অভার ইয়ার ক্যাবলে অস্বস্তি রয়েছে তারা চোখ বন্ধ করে টি ৮ এস নিয়ে নিতে পারেন। কষ্ট করে রিভিউটি পড়ার জন্যে ধন্যাবাদ।







রিভিও  লিখেছেনঃ

Comments

Popular posts from this blog