
UiiSii Hi-820 Review: উইসি একটি চাইনিজ ব্র্যান্ড যেটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সময়ে স্বল্পমূল্যে হাই কোয়ালিটির ইয়ারফোন তৈরি করে তারা সুনাম কুড়াতে সক্ষম হয়। তাদের টোটাল ৬টি ইয়ারফোন সিরিজ রয়েছে যথাক্রমে সি, এফ, এইচ এম, ইউ এস, জিটি এবং এইচ আই। উইসি এইচ আই ৮২০ তাদের এইচ আই সিরিজের অন্তর্ভুক্ত যেটি তাদের এলিট সিরিজ নামে পরিচিত। এই সিরিজের বৈশিষ্ট্য হল ফুল মেটাল হাউজিং এবং হাই কোয়ালিটির ৩ বাটন রিমোট উইথ ইন লাইন মাইক্রোফোন। আনবক্সিং বরাবরের মত ৮২০ এর আনবক্সিং এক্সপেরিয়েন্স আপনাকে মুগ্ধ করবে। বক্সের উপরে এক পাশে হাই রেজুলুশন কথাটি দেখতে পাবেন। আরেক পাশে আপনি একটি কিউ আর কোড পাবেন যেটি স্ক্র্যাচ করলে একটি কোড পাবেন। এটি স্ক্যান করলে আপনাকে উইসি অথন্টিকেটর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ফর প্রোডাক্ট ভেরিফিকেশন। বক্সটির ভেতরে প্রথমেই একটি প্লাস্টিকের ফ্রেম এবং এর ভেতর একটি হার্ড বক্স পাবেন। এর ভেতর আপনি পাবেন একটি সুন্দর পাউচ, ৩ জোড়া বাডস(মিডিয়াম লাগানো রয়েছে ইয়ারফোনে) কিউসি সারটিফিক...