
FiiO A1 Headphone Amp ফাইও এ ওয়ান পোর্টেবল মাইক্রো অ্যাম্প রিভিউ গান শুনতে কে না ভালবাসে। গুড কোয়ালিটি ইয়ারফোন হলে ত কথাই নেই। তবে আমরা যারা অডিওফাইল(এট লিস্ট মনে করি আর কি!!!!) তারা একটু ভাল কিছু আশা করি। অনেকেই দামি ইয়ারফোন কেনেন, কিন্তু তেমন ভাল সাউন্ড আউটপুট পান না। হয়ত আপনার মোবাইল ফোনটি দামি বাট সেই অনুযায়ী সাউন্ড পান না। আবার এমনও হতে পারে আপনার মোবাইলের সাউন্ড আউটপুট খারাপ। হয়ত আপনি এ সমস্যার সমাধান খুজছেন। তাদের জন্যে এই পোস্ট। আমি খুব শর্টে সাউন্ড আউটপুট এর ব্যাপারটি বলার চেষ্টা করছি। ভাল সাউন্ড আউটপুট এর জন্যে কিছু জিনিষ আবশ্যক। গুড কোয়ালিটি অডিও ফাইল, ডিসেন্ট ডেক, ডিসেন্ট অ্যাম্প অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ গুড পেয়ার অফ ইয়ারবাডস। আমরা দামি ইয়ারফোন কিনেও ভাল সাউন্ড আউটপুট পাই না অনেক সময়। সাউন্ড ফেটে যেতে পারে, অথবা ভলিউম কম পাই। এর কারন আপনার ডিভাইসের অডিও আউটপুট। আমরা যারা মিউজিক নিয়ে ঘাটাঘাটি করি, তারা সবাই ডেক এবং অ্যাম্প এর সাথে কমবেশি পরিচিত। আজকে আমরা তেমনই একটি অ্যাম্প এর সাথে পরিচিত হব যেটি ইম্প্রেসিভ অডিও আউটপুট এর পাশাপাশি পকেট ফ্রেন্ডলি। ফাইও চাইনিজ একটি ব...